বিএনপির ভাইস চেয়ারম্যান শাজাহানের সফল অস্ত্রোপচার
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সফল অস্ত্রোপচার হয়েছে। আজ বৃহস্পতিবার ব্যাংককের একটি হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে তার হৃদপিন্ডে দুটি বালভ প্রতিস্থাপন করা হয়েছে।
পরিবারের বরাতে আমজাদ হোসেন শাহাদাত জানান, বাংলাদেশ সময় সকাল ৬টায় ব্যাংকক জেনারেল হাসপাতালের চিকিৎসকরা বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহানকে অপারেশন থিয়েটারে নেন। অস্ত্র পাচারের মাধ্যমে তার হৃদপিন্ডের দুটি বালভ প্রতিস্থাপন শেষে বিকেল ৪টা ৩৫ মিনিটে বের করা হয়। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে মো. শাজাহানের জ্ঞান ফিরেছে। তিনি বর্তমানে সিসিইউতে আছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার সঙ্গে আছেন তার স্ত্রী ও বড় ছেলে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত ২৪ ডিসেম্বর চিকিৎসার জন্য ব্যাংকক যান সাবেক এমপি শাজাহান। পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?