চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এলজিইডি কর্মকর্তা
জামালপুরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে ছানোয়ার হায়দার (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ের স্ট্রেশনে এ ঘটনা ঘটে।
ছানোয়ার হায়দার নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নয়াটোলা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বন্যা প্রকল্পের কার্য-সহকারী ছিলেন।
সরিষাবাড়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপপরিদর্শক (এএসআই) আশীষ কুমার দে বলেন, ‘ আজ সকালে ট্রেনে ঝাঁপ দিয়ে এলজিইডি অফিসের ছানোয়ার হায়দার নামে এক যুবক আত্মহত্যা করেছে। পরে মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।’
সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, ‘লোক মুখে শুনেছি চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন সরিষাবাড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ওই ট্রেনের নিচে ঝাঁপ দেন ছানোয়ার হায়দার। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।’
উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের দপ্তরে কার্য-সহকারী (অস্থায়ী) পদে কর্মরত ছানোয়ার হায়দারের পরিবার থেকে জানতে পারলাম পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ’