কচুয়া উপজেলা আ. লীগ নেতা হেলাল কারাগারে
চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সম্পাদক অ্যাড. হেলাল উদ্দীনকে (৫৫) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার তিনি চাঁদপুরের কচুয়া আমলি আদালতে জামিন চাইলে ম্যাজিস্ট্রেট তন্ময় কুমার দাস তা নামঞ্জুর করেন এবং জেল-হাজতে পাঠান। ২০২২ সালে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় মামলাটি হয়।
আদালত জামিন নামঞ্জুর করার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন হেলাল উদ্দীনের ছোট ভাই ও তার আইনজীবী অ্যাড. সোহাগ উদ্দীন।
তিনি জানান, ওই মামলায় অ্যাড. হেলাল উদ্দীন উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিনে ছিলেন। মঙ্গলবার ছিল তার শুনানির দিন।
উল্লেখ্য, ২০২২ সালে বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভাঙচুর ও চাঁদা দাবির ঘটনায় গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে মামলা হয়। মামলা বদী হন উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মতিউর রহমান। মামলায় ৮৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ও সাবেক এমপি ড. সেলিম মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাড. হেলাল উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম ও সাবেক মেয়র নাজমুল আলম স্বপনকে আসামি করা হয়।