শাহবাগ ছেড়েছেন ম্যাটস শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
কর্মসূচি প্রত্যাহার করে রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। আজ বুধবার সন্ধ্যা ৫টার দিকে তারা শাহবাগ মোড় ছেড়ে দিলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মুজাহিদুল ইসলাম বলেন, ‘সচিবালয়ে আলোচনায় উনারা আমাদের দাবি মেনে নেবেন বলে জানিয়েছেন। তবে আমাদের কাছে তারা একটু সময় চেয়েছেন। আমরা তাদের সাত দিনের সময় দিয়েছি। এরমধ্যে দাবি পূরণ না হলে আমরা লংমার্চ কর্মসূচি দেব।’
এর আগে অনতিবিলম্বে দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান তৈরিসহ চার দফা দাবিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১) অবিলম্বে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
২) ইন্টার্নশিপ ভাতা ও কোর্স কারিকুলাম সংশোধন।
৩) প্রস্তাবিত Allied Health Professional Board বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড প্রতিষ্ঠা।
৪) অবিলম্বে বিএমএনডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।