রাজধানীর ডিএনডি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজধানীর ডেমরায় ডিএনডি খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৪০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ক্রাইম সিন ইউনিট শনাক্তকরণের জন্য মরদেহের ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএসহ প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ বাঁশেরপুল এলাকার বাঁশের সাঁকো সংলগ্ন ডিএনডি খাল থেকে দুপুরে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে কোনো কাপড় না পাওয়া গেলেও পাশে জ্যাকেট ও লুঙ্গি পাওয়া যায়। মরদেহের কপালে ও শরীরে টানা-হেঁচড়ার দাগ পাওয়া গেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, মরদেহের পেশার বিষয়টি জানতে পারলেও শনাক্তকরণ সহজ হতো। তবে পিবিআই নমুনা সংগ্রহ করেছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। যদি পরিচয় পাওয়া যায় তাহলে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অথবা পুলিশ বাদী হয়ে মামলা করবে।