‘আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত’
বিশ্বব্যাপী জনপ্রিয় শো ‘ফ্যামিলি ফিউড’ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। যার ঘোষণা আসে গেল বছর মে মাসে। আর পারিবারিক বিনোদনমূলক এই শোয়ের উপস্থাপক জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। অবশেষে দর্শকদের সামনে আসছে শোটি। আগামী ২৭ জানুয়ারি থেকে একটি বেসরকারি টিভিতে প্রচারের পর ‘ফ্যামিলি ফিউড’ দেখা যাবে বঙ্গ অ্যাপ-এ।
এ নিয়ে আজ বুধবার সকালে রাজধানীর রূপসী হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, সারা বিশ্বের অসংখ্য মানুষের মন জয় করা এই অনুষ্ঠানের বাংলাদেশি সংস্করণ শুরু হচ্ছে। অনুষ্ঠানটি সব বয়সী দর্শকদের জন্য স্মরণীয় ও আনন্দময় কিছু মুহূর্ত উপহার দেবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এই শোয়ে সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন তাহসান খান। বঙ্গ জানায়, খেলতে আসা পরিবারগুলোর সদস্যদের সঙ্গে খুব সহজেই তিনি মিশেছেন, তাদের সঙ্গে আড্ডা দিয়েছেন এবং জেনে নিয়েছেন তাদের গল্পগুলো। পুরো পর্বজুড়েই তাকে দারুণ উচ্ছ্বসিত দেখা গেছে। মঞ্চে নিজস্বতা ধরে রেখে দর্শকদের জন্য অসাধারণ এক অভিজ্ঞতার গাঁথুনি তৈরি করেছেন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তাহসান বলেন, ‘বিশ্বব্যাপী ৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে “ফ্যামিলি ফিউড”। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শোতে হোস্টিং করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ফ্যামিলি ফিউড বাংলাদেশে থাকছে ২৪টি পর্ব। প্রতি পর্বে দুটি পরিবার মুখোমুখি হবে। মোট তিনটি রাউন্ডে সার্ভে প্রশ্নের সেরা উত্তর অনুমান করে পয়েন্ট জিতে নেওয়ার সুযোগ থাকবে। সঙ্গে থাকছে নগদ পুরস্কার ও বিশেষ উপহার। বিজয়ী টিম পাবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ড খেলার সুযোগ।
বঙ্গ জানায়, ‘ফ্যামিলি ফিউড’ বাংলাদেশের মূল লক্ষ্য হলো পরিবারের সবাইকে একসঙ্গে আনন্দ উদযাপনের সুযোগ তৈরি করা এবং কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা। পরিবারের সদস্য বা বন্ধু- যার সঙ্গেই দেখুন না কেন, ম্যাজিকাল একটি সময় কাটবে, সঙ্গে মুগ্ধ হবেন আপনি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’