নাফ সীমান্তে অভিযান চালিয়ে চার লক্ষাধিক ইয়াবা উদ্ধার
কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে চার লক্ষাধিক অর্থাৎ সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মেম্বার পোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
আশিকুর রহমান বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদীর মেম্বার পোস্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির পৃথক দুইটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নদী তীরে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো সঙ্গে থাকা ২টি বস্তা ফেলে নদী সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যান।’
তিনি বলেন, ‘এই অভিযানের এক পর্যায়ে আরও কয়েকজন পাচারকারীদের আলিখালের দিকে যেতে দেখে বিজিবির সদস্যরা ধাওয়া দেন। ধাওয়া খেয়ে লোকগুলো নদী সাঁতরে খরের দ্বীপ হয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।’
বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের বিভিন্ন স্থানে ফেলে যাওয়া ৫টি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ৪ লাখ ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।’
উদ্ধার করা মাদকের চালান পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে।