সাড়ে ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
২২ জানুয়ারী ২০২৫, ১০:২৯
শেয়ার :
সাড়ে ৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত ৩টার দিকে কুয়াশা এতটাই ঘন হয়ে যায় যে, নদী পথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। নৌ-দুর্ঘটনা এড়াতে এ সময় ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলীম দাইয়ান বলেন, ‘দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ রুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।’

তিনি বলেন, ‘নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে আটকে থাকা যানবাহন ও যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।’ 

তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় যানবাহনগুলো দ্রুত পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।