রাজৈরে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাইসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
২১ জানুয়ারী ২০২৫, ১৫:১৫
শেয়ার :
রাজৈরে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভাইসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেনের ঘর থেকে তার ভাইসহ ৩ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন পাইকপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেনের আপন ভাই মিজান (৩৫), শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের ফাহাদ মৃধা ওরফে জাকির (৩৪) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের বাবুলের ছেলে নিজাম (৩৫)। 

তাদের কাছ থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা উল্লেখ করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার দুপুরে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি রুম থেকে তার আপন ভাইসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ তল্লাশি করে তাদের ৩ জনের শরীর থেকে ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি। রাজৈর থানা এলাকার মধ্যে কেউ মাদক বিক্রি-সেবন করতে পারবে না। যেই হোক না কেন, মাদকের বিষয় কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এমন মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’