মা হারালেন ফারজানা ছবি

বিনোদন প্রতিবেদক
২১ জানুয়ারী ২০২৫, ১৩:২৩
শেয়ার :
মা হারালেন ফারজানা ছবি

জনপ্রিয় অভিনেত্রী ফারজানা ছবির মা আয়েশা রহমান আর নেই। গেল রবিবার বেলা ২টা ১০ মিনিটে মিরপুরের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মায়ের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

তিনি জানান, তার মায়ের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ মেয়ে, ৫ ছেলে রেখে গেছেন।

শোকাহত ফারজানা ছবি বলেন, ‘আমার কলিজার টুকরা আম্মা আল্লাহর কাছে চলে গেছেন ১৯ জানুয়ারি দুপুর ২টা ১০ মিনিটে। আম্মার জন্য সবাই দোয়া করবেন।’

তিনি আরও জানান, তার মা বার্ধক্যজনিত কিছু জটিলতায় ভুগছিলেন। তবে তিনি সুস্থই ছিলেন। রবিবার দুপুরের দিকে তাকে ওয়াশরুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার ঢাকা কমার্স কলেজের মাঠে প্রথম জানাজা শেষে আয়েশা রহমানের মরদেহ বর্তমানে বারডেম হাসপতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। তার তিন ছেলে ও এক মেয়ে দেশের বাইরে থাকেন। তারা এলে আগামী ২৫ জানুয়ারি দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।