টেকনাফে ২ বাংলাদেশিসহ ১৯ রোহিঙ্গা উদ্ধার, দালাল আটক
কক্সবাজারে টেকনাফ উপকূলের সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়োকালে এক দালালকে আটক এবং দুই বাংলাদেশি নাগরিকসহ ১৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে নৌবাহিনী।
গতকাল সোমবার মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া এলাকায় নৌবাহিনীর সদস্যদের একটি দল এ অভিযান চালায় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তবে আটক দালালের নাম ও পরিচয় জানা না গেলেও তিনি রোহিঙ্গা নাগরিক বলে তথ্য দেন টেকনাফ থানার ওসি।
ছবি: আটককৃত দালাল
ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘সোমবার মধ্যরাতে টেকনাফে বাহারছড়া ইউনিয়নের মধ্যম কচ্ছপিয়া পাহাড়ী এলাকার কয়েকটি বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে কিছু সংখ্যক রোহিঙ্গাকে জড়ো করার খবর পান নৌবাহিনীর সদস্যরা। পরে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহজনক লোক পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে এক দালালকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলের ঝুপড়ি ঘরগুলো থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ১৯ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২ জন বাংলাদেশি এবং অন্যরা রোহিঙ্গা নাগরিক। উদ্ধার হওয়াদের মধ্যে ৮ জন নারী এবং শিশুসহ ১১ জন পুরুষ রয়েছে বলে জানা যায়।
আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।