টঙ্গীতে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৯ ছিনতাইকারী গ্রেপ্তার

টঙ্গী প্রতিনিধি
২১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৫
শেয়ার :
টঙ্গীতে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৯ ছিনতাইকারী গ্রেপ্তার

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাব-১ এর বিশেষ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৯ ছিনতাকারীকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার রাতে গণমাধ্যমেকে এক বিবৃতিতে র‍্যাব জানায়, অতি সম্প্রতি টঙ্গীর বিভিন্ন এলাকাসহ উত্তরা ও আব্দুল্লাহপুরে ছিনতাই এবং ডাকাতের ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে র‍্যাব-১ এর সদস্যরা টঙ্গীর মাজার বস্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে একটি অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার চিহ্নিত ছিনতাইকারী মো. শামীম (২১), মো. বিল্লাল (১৮), সুমন (১৯), শাওন (২৬), মিনারুল (২৭), রুবেল (২৩), রানা (২৫), রাসেদ (২৫), সুজন (২১) নামে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজতে থাকাবস্থায় নগদ ৮৪ হাজার ৫১০ টাকা, ১৮টি মার্কিন ডলার, আড়াই লিটার দেশি মদ, আধা লিটার বিদেশি বিয়ার, ৪৪ পুড়িয়া হিরোইন, ৩২টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ১ রাউন্ড গুলি, ২ টি সিমসহ মোবাইল ফোন, ৫টি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করে র‍্যাব। এছাড়া চিহ্নিত সন্ত্রাসী রবিউল ইসলাম বাবু ওরফে কিং বাবুর আস্তানা থেকে কার্তুজসহ গ্যাস গান উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গত ১৫ ডিসেম্বর টঙ্গীর মাজার বস্তি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী রবিউল ইসলাম বাবুর বাহিনীর সঙ্গে অপর মাদক ব্যবসায়ী লাইলি বাহিনীর সংঘর্ষের ঘটনায় তিনজন তৃতীয় লিঙ্গের সদস্য আহত হওয়ার পর থেকেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।