আর জি কর কাণ্ডের রায়ে খুশি নন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ১৭:১৩
শেয়ার :
আর জি কর কাণ্ডের রায়ে খুশি নন মমতা

ভারতের পশ্চিমবঙ্গে আলোচিত আরজি কর কাণ্ডে অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড রায় দিয়েছেন আদালত। তবে আজ সোমবার দেওয়া শিয়ালদহ আদালতের এই রায়ে খুশি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, তিনি এখনও ফাঁসির দাবিতে অনড়। যাবজ্জীবন না হয়ে ফাঁসির সাজা হলে মনকে সান্ত্বনা দিতে পারতেন। পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এই তথ্য জান যায়। 

প্রতিবেদনে বলা হয়, এদিন সিবিআইয়ের ভূমিকা নিয়ে পরোক্ষ ভাবে প্রশ্ন তুলেছেন মমতা। তার মতে, এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা।

আজ জেলা সফরে মালদহে যান মমতা। হেলিকপ্টার থেকে নামতেই আরজি কর মামলা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আরজি করের রায়ে খুশি নন তিনি। নিজের মত জানাতে গিয়ে মমতা জয়নগর, ফারাক্কা এবং গুড়াপের ধর্ষণ এবং খুনের ঘটনা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছে, তিনটি ক্ষেত্রেই তদন্ত করেছে পুলিশ। পুলিশের দেওয়া চার্জশিটের ভিত্তিতে বিচার করে নিম্ন আদালত ফাঁসির সাজা শুনিয়েছে। তার দাবি, ‘তিনটি কেসেই আমরা ফাঁসির সাজা করিয়ে দিয়েছি। এটা (আরজি কর মামলা) খুব গম্ভীর বিষয়।’

বিচারকের রায় নিয়ে কিছু না বললেও আদালতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। তার কথায়, ‘‘আমাদের হাতে এই মামলা থাকলে, আমরা অনেক আগেই ফাঁসির রায় করিয়ে দিতে পারতাম।’

তার পরই সিবিআইয়ের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জানি না, কীভাবে লড়াই করেছে, কী যুক্তি দিয়েছে। সবটাই সিবিআই করেছে। আমাদের হাত থেকে মামলাটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল।’