শাহনূর বাদ, যুক্ত হলেন মুক্তি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নিয়মিত সভায় অনেকদিন ধরে অনুপস্থিত থাকার কারণে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে চিত্রনায়িকা শাহনূরকে। তার জায়গায় যুক্ত হয়েছেন রুমানা ইসলাম মুক্তি। গতকাল রবিবার সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা শেষে মুক্তিকে শপথবাক্য পড়ান সভাপতি মিশা সওদাগর। তথ্যটি নিশ্চিত করেছেন মিশা নিজেই।
তিনি জানান, শাহনূর পর পর অনেকগুলো সভায় অনুপস্থিত। তাকে কারণ দর্শানের নোটিশও দেওয়া হয়েছে। তবে কোনো চিঠির উত্তরই পাওয়া যায়নি। শুধু তাই নয়, সমিতির সঙ্গে তার যোগাযোগও বিছিন্ন। তাই গঠনতন্ত্র অনুযায়ী শাহনূরের পদটি শূন্য হয়ে যায়। সেখানে স্থলাভিষিক্ত হয়েছেন মুক্তি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সমিতির সদস্য পদে যুক্ত হওয়া প্রসঙ্গে ‘চাঁদের আলো’খ্যাত অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘শিল্পী সমিতি সব সময়ই আমাদের একটা আবেগের জায়গা। মায়ের (কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা) সুবাদে আমার আবেগটা সেই শিশুকাল থেকেই। তাই এই সমিতির কমিটিতে যুক্ত হওয়াটা দারুণ আনন্দের। আশা করি, কাজের অনেক সুযোগ পাব।’
খোঁজ নিয়ে জানা যায়, চিত্রনায়িকা শাহনূর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অংশ নিচ্ছেন সেখানকার নানা অনুষ্ঠানে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট