ঢাকা উৎসবে পুরস্কৃত ‘প্রিয় মালতী’
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ‘প্রিয় মালতী’। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এ পুরস্কারটি দেওয়া হয়েছে ফিপরেসি জুরি কর্তৃক। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।
গতকাল রবিবার বিকেলে উৎসবের শেষদিন ঘোষণা করা হয় চলচ্চিত্র উৎসবের বিজয়ী সিনেমা ও এর সংশ্লিষ্টদের নাম। সেখানেই জানানো হয়, মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত এবং শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘প্রিয় মালতী’র পুরস্কৃত হওয়ার বিষয়টি।
নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘দেশে পুরস্কৃত হওয়ার আনন্দ সবচেয়ে বেশি। “প্রিয় মালতী” যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায় তখনও আমার এমন অনুভূতি হয়েছে। এ সিনেমাটি দেশের বাইরের উৎসবে প্রতিযোগিতা করেছে, সুনাম এনেছে। কিন্তু দেশের উৎসবের এই পুরস্কার আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বড় পাওয়া।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
১০টি ভিন্ন ভিন্ন বিভাগে ৭৫টি দেশের ২০৩টি সিনেমা নিয়ে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে সরাসরি অংশগ্রহণ করেন ৪৪ জন বিদেশি চলচ্চিত্রকার। চীন ও বাংলাদেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের উদযাপন স্বরূপ এবার উৎসবের ওয়াইড অ্যাঙ্গেল সেকশনটি চীনা চলচ্চিত্রের জন্য উৎসর্গ করা হয়।
গতকাল সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঞ্চে উপদেষ্টা তার বক্তব্যে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য বেশ কিছু পরিকল্পনার কথা জানান। যার মধ্যে উৎসবের পার্মানেন্ট ভেন্যু, নির্দিষ্ট বাজেট এবং বছরব্যাপী কার্যক্রম পরিচালনা অন্যতম। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জনাব জালাল আহমেদ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
গেল বছরের ২০ ডিসেম্বর ‘প্রিয় মালতী’ মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিজভী রিজু, আজাদ আবুল কালাম, নাদের চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাটসহ অনেকে।