ঢাকায় ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ১৩:০৯
শেয়ার :
ঢাকায় ৪৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেপ্তার ১

ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের কসমেটিকস উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একইসঙ্গে এ চক্রের হোতা ফিরোজ আলম বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। 

ডিবি-তেজগাঁও সূত্রে জানা যায়, রাজধানীর বনশ্রী এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে আখাউড়া সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় অবৈধ স্কিনকেয়ার কসমেটিকস সামগ্রী এনে একটি বাসায় মজুদ করছিল এবং পরবর্তীতে সেসব সামগ্রী স্থানীয় বাজারে বাজারজাত করে আসছিল। এসব তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই চক্রটি ডিবি টিমের নজরদারিতে ছিল। 

গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকার উক্ত বাসায় অভিযান পরিচালনা করে চোরাচালান চক্রের অন্যতম সদস্য ফিরোজ আলম বাবুকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা মোট ২৫ হাজার ৪৪ পিস বিভিন্ন স্কিনকেয়ার সামগ্রী জব্দ করা হয় ও চোরাচালান পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত অবৈধ কসমেটিকস সামগ্রীর স্থানীয় বাজার মূল্য প্রায় ৪৮ লক্ষ টাকা। 

উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত ফিরোজসহ উক্ত চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে খিলগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত কসমেটিসসমূহ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ভারত হতে আনা হতো এবং পরবর্তীতে দেশের বিভিন্ন অনলাইন শপসহ বিভিন্ন কসমেটিকস দোকানের মাধ্যমে ভোক্তাদের কাছে সরবরাহ করা হতো। এতে প্রতিনিয়ত সরকার বিপুল পরিমান রাজস্ব হতে বঞ্চিত হয়ে আসছিল। অন্যদিকে চোরাচালানের মাধ্যমে আসার কারণে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পণ্যের গুণগত মান যাচাই করার সুযোগ না থাকার ফলে এসব পণ্য ব্যবহার করে ভোক্তাগণ বিভিন্ন ধরনের শারিরিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। 

গ্রেপ্তারকৃত ফিরোজসহ উক্ত চোরাচালান চক্রের সঙ্গে অন্যান্যদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ভারতীয় পণ্য চোরাচালানের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।