মধুবাগে ১০ বছরের শিশু কন্যার ফাঁস লাগিয়ে মৃত্যু
রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগে মোছা. সোহানি আক্তার (১০) নামের শিশু কন্যা গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে ।
আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন মধুবাগ ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।
অচেতন অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতাল হয়ে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’
ঢামেক হাসপাতালে নিয়ে আসা শিশুটির মা মারুফা আক্তার বিলাপ করে বলছিলেন, ‘মেয়েটি আমার কাছে কিছু টাকা চেয়েছিল বাইরে গিয়ে কিছু খাবার কিনে খাবে। আমার কাছে টাকা না থাকায় দিতে পারিনি। তার বাবা ঠিক মত সাংসারিক হাত খরচ দিতো না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলছিলেন, ‘সন্ধ্যায় মেয়েসহ পাশে আমার এক বোনের বাসায় গিয়েছিলাম। মেয়ে সেখান থেকে বাসার চাবি নিয়ে বাসায় চলে আসে। পরে আমি বাসায় গিয়ে দেখি রুমের ভেতর থেকে দরজা বন্ধ তার কোন সাড়া শব্দ নাই। পরে দরজা ভেঙে রুমে গিয়ে দেখি সোহানি ফিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়েছে। পরে সেখান থেকে তাকে নামিয়ে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।’
ময়মনসিংহ ফুলপুর উপজেলার পয়ারি গ্রামের সিকিউরিটি গার্ড মো. সোহেলের মেয়ে সে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।