‘স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর হঠাৎ করে আত্মীয়ের সংখ্যা বেড়ে গেছে’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমি স্বরাষ্ট্র উপদেষ্টা বা কৃষি উপদেষ্টা হওয়ার পরে হঠাৎ করেই আমার আত্মীয়-স্বজনের সংখ্যা বেড়ে গেছে। আমার বন্ধু-বন্ধবের সংখ্যাও বেড়ে গেছে। তাদের রিকোয়েস্টের সংখ্যাও বেড়ে গেছে।’
আজ রবিবার সকালে বিসিএস ও জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের পরিচয় দিয়ে কেউ যদি কোন অবৈধ সুবিধা নিতে চায়, আপনারা কোন সময়ই দিবেন না। প্রথমে তাদের ভালো করে বুঝিয়ে বলেন, দ্বিতীয়বার হলে পুলিশে ধরিয়ে দিন। তা না হলে এ সমাজ থেকে দুর্নীতি দূর হবে না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, ‘দেশের অন্যতম সমস্যা দুর্নীতি। সেটির ব্যপারে বর্তমান সরকার জিরো টলারেন্সে আছে। এছাড়া ভূমি নিয়ে নানা জটিলতা বৃদ্ধি পাচ্ছে, ফলে কৃষি জমি দিনদিন কমে যাচ্ছে।’ তাই ভূমি সুরক্ষা আইন সময়ের দাবি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেকোনো মূল্যে দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে। আগে ভারতকে ছাড় দেওয়া হলেও এখন আইনত যা পাওয়া যাবে তা আদায় করা হচ্ছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আগামীতে সীমান্ত নিয়ে ডিজি পর্যায়ে বৈঠক হবে, সেখানে সমাধান উঠে আসবে বলেও জানান উপদেষ্টা।