ইমন চৌধুরীর ‘বেঙ্গল সিম্ফোনি’র আত্মপ্রকাশ
পল্লীকবি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ ‘ফুল নেওয়া ভালো নয়’ কবিতার কথাগুলো এবার সুরে সুরে কণ্ঠে তুললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চৌধুরী। প্রকাশ করলেন কবিতার নামেই নতুন গান। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর-সংগীতও করেছেন শিল্পী নিজেই। কক্সবাজারের বিভিন্ন স্থানে গানটির দৃশ্যধারণ করেছেন কনক খন্দকার। আর এর মধ্যদিয়ে ‘বেঙ্গল সিম্ফোনি’ ব্যান্ডের আত্মপ্রকাশ হয়েছে গতকাল শনিবার।
ইমন চৌধুরীর জানান, বেঙ্গল সিম্ফোনি থেকে এখন শ্রোতারা নিয়মিত নতুন গান পাবে।
শিল্পীর কথায়, ‘গত দেড় বছর আমরা ২৫-৩০ জন একসঙ্গে গানবাজনা করছি। সবাই মিলে তৈরি করেছি “বেঙ্গল সিম্ফোনি” টিম। আমাদের মূল স্বপ্ন বাংলা গানকে সমৃদ্ধ করা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ইমন চৌধুরী মনে করেন, তাদের শুরুটা হয়েছে খুব মিষ্টি আয়োজনে। আগামীতে আরও সুন্দর সুন্দর গান শ্রোতাদের জন্য অপেক্ষা করছে।
মিউজিক ভিডিও’র নির্মাতা কনক বলেন, ‘ইমন চৌধুরীকে আমি একজন মিউজিশিয়ান হিসেবে খুবই পছন্দ করি আবার মানুষ হিসেবেও তিনি অসাধারণ। কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। গানটি যেহেতু পল্লীকবির কবিতা থেকে করা হয়েছে, তাই একটা সহজ-সুন্দর নির্মাণের চেষ্টা করেছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট