চিরাচরিত জায়গায় ওমর সানী

বিনোদন প্রতিবেদক
১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৭
শেয়ার :
চিরাচরিত জায়গায় ওমর সানী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী এখন ব্যস্ত আছেন তার ব্যবসা নিয়ে। রাজধানীর বিভিন্ন স্থানে রয়েছে তার ‘চাপওয়ালা’ নামের রেস্তোরাঁ। শুধু রাজধানীতেই নয়, এর শাখা আছে ঢাকার বাইরেও। ব্যবসা নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেতা এবার ফিরলেন তার আপন ভুবনে। দাঁড়ালেন লাইট, ক্যামেরার সামনে।

দীর্ঘ বিরতি শেষে একটি টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন ওমর সানী। নাম ‘ব্ল্যাকমানি’। হাসান জাহাঙ্গীরের পরিচালনায় এতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে তাকে। আজ (রবিবার) ও আগামীকাল এর শুটিংয়ে অংশ নিবেন সানী। এমনটাই জানালেন এই অভিনেতা।

ওমর সানীর কথায়, ‘অন্ধকার জগতের গল্প নিয়ে আসন্ন ঈদের জন্য এটি নির্মিত হচ্ছে। আমি ডিবি পুলিশের ভূমিকায় অভিনয় করছি। অবক্ষয়ের পর বর্তমান প্রেক্ষাপটে ডিবির লোকজন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে তা পর্দায় দেখানো হবে। অনেকদিন পর শুটিং করছি। আমি বারবারই বেছে বেছে কাজ করতে চাই। যে কারণে কম কাজে দেখা যায়। ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করব।’

এদিকে, ওমর সানীকে সবশেষ দেখা গেছে মো. ইকবালের ‘ডেডবডি’ সিনেমায়। গেল বছর মুক্তি পাওয়া এই সিনেমায় আরও অভিনয় করেন জিয়াউল রোশান, শ্যামল মাওলা, ভারতীয় মডেল অন্বেষা রায়সহ অনেকে।