বলিউড মাতাবেন রাশমিকা কিয়ারা

মাজেদ হোসেন টুটুল
১৯ জানুয়ারী ২০২৫, ০০:০০
শেয়ার :
বলিউড মাতাবেন রাশমিকা কিয়ারা

রূপ-সৌন্দর্য, অভিনয়শৈলী আর ব্যক্তিত্ব- কারও চেয়ে কেউ কম নন। একজন বর্তমান প্রজন্মের অন্যতম আকর্ষণীয় ও আবেদনময়ী নায়িকা, জনপ্রিয়ও বটে, যার রূপের ছটায় জ্বলছে সিনেপাড়া। অন্যজন তো এরই মধ্যে প্যান-ইন্ডিয়ান তারকা, যাকে ডাকা হয় ন্যাশনাল ক্র্যাশ। স্বপ্নের রানি হয়ে তরুণ-যুবকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সাবলীল অভিনয়ের সঙ্গে আছে রূপের জাদুও। কথা হচ্ছে কিয়ারা আদভানি ও রাশমিকা মান্দানাকে নিয়ে। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে এরই মধ্যে দুজনই শক্ত জায়গা করে নিয়েছেন শোবিজ অঙ্গনে। কয়েক বছর ধরে কখনো পুষ্পার শ্রীভাল্লি হয়ে, কখনো বা রাণবীরের গীতাঞ্জলি হয়ে মুভি লাভারদের লাভার হয়ে উঠেছেন রূপবতী রাশমিকা। রাশমিকা আর কিয়ারা এ বছর ইন্ডাস্ট্রিতে হাজির হচ্ছেন একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে। গত বছর তো পুষ্পার শ্রীভাল্লি হয়ে রেকর্ডের পাশাপাশি ইতিহাসেরই অংশ হয়ে যান রাশমিকা। ২০২৫ সালেও হতে যাচ্ছে তেমন কিছু। শুধু রাশমিকা একা নন, এবার তার সঙ্গে যোগ দিচ্ছেন কিয়ারা আদভানি। এ বছর সিনেমাপাড়া হতে যাচ্ছে কিয়ারা-রাশমিকাময়। দুই সুন্দরী মিলে মাতাবেন দর্শক হৃদয়। তাদের অভিনীত বিগ বাজেটের বেশ কয়েকটি সিনেমা দর্শকরা উপভোগ করতে পারবেন বছরজুড়ে।

২০১৯ সালে শাহিদ কাপুরের বিপরীতে ‘কবির সিং’য়ে মনোমুগ্ধকর আবেদনময়ী চরিত্রে অভিনয় করে চারদিকে শোরগোল ফেলে দেন। এরপর তাকে নিয়ে আগ্রহ শুরু হয় ইন্ডাস্ট্রিতে। এরই ধারাবাহিকতায় এ বছরটা হতে যাচ্ছে কিয়ারাময়, তা বলাই বাহুল্য। একে একে বড় বাজেটের ৪টি সিনেমা মুক্তি পাবে তার। এর সঙ্গে আরও দুটি সিনেমা অপেক্ষার তালিকায় রয়েছে। সেগুলো নিশ্চিত না হলেও নির্মাতারা আশা করছেন বছরের শেষ দিকে পর্দায় আনা যাবে সেগুলো। বছরের শুরুতেই ধামাকা বাজাতে ১০ জানুয়ারি মুক্তি পায় ‘গেম চেঞ্জার’। আরআরআর খ্যাত দক্ষিণের তুমুল জনপ্রিয় অভিনেতা রাম চরণের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। তামিল থেকে বলিউডÑ দুই ইন্ডাস্ট্রিজেই মেধার ছাপ ও অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলে নিজেকে আলাদাভাবে চিহ্নিত করেছেন কিয়ারা আদভানি। এর পরই এপ্রিলের ১০ তারিখে পর্দায় আসবে কন্নড় অ্যাকশন ফিল্ম ‘টক্সিক’, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন কেজিএফ খ্যাত অভিনেতা ‘রকিভাই’ ইয়াশ। ইয়াশের সঙ্গে জুটি কিয়ারার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। ১৪ আগস্ট স্পাই ইউনিভার্সের অংশ হতে যাচ্ছেন বলি-সুন্দরী। হৃতিক রোশনের পাশে থেকে ‘ওয়ার ২’ মাতাবেন আবেদনময়ী এই অভিনেত্রী। ‘ওয়ার-২’-এ হৃতিকের সঙ্গে পাঠান শাহরুখ ও টাইগার সালমানকেও দেখা যেতে পারে। এ সিনেমা কিয়ারার জন্য হতে যাচ্ছে মাইলফলক। এরপর আরেকটি বড় ফ্র্যাঞ্চাইজির সিনেমায় দেখা যাবে কিয়ারাকে। রণবীর সিংয়ের বিপরীতে ‘ডন ৩’ চলচ্চিত্রে অভিনয় করবেন কিয়ারা। নির্মাতা ফারহান আখতার সিনেমাটিতে কিয়ারার অন্তর্ভুক্তি নিশ্চিত করার পর থেকেই দর্শক উন্মুখ হয়ে আছেন তাকে দেখতে। এটি ২০২৫ সালের সবচেয়ে আলোচিত মুক্তি হতে চলেছে বলে আশা করা হচ্ছে।

সৌন্দর্যের সংজ্ঞা যদি দিতেই হয়, তবে তা ‘মান্দানা’কে দিয়ে দেওয়াই শ্রেয়। বলিউড হোক আর সাউথ ইন্ডাস্ট্রিÑ একের পর এক সাবলীল অভিনয়ের মাধ্যমে সিনেজগতে যেন একাই রাজত্ব করছেন রাশমিকা মান্দানা। বলিউডের পাশাপাশি এই ন্যাশনাল ক্র্যাশ দাপিয়ে বেড়াচ্ছেন দক্ষিণী ভুবনও। একটু ভিন্ন ধারার সিনেমায় অভিনয় করে রাশমিকা নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। মারাঠা সাম্রাজ্যের অধিপতি সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় ১৪ ফেব্রুয়ারি ‘ছাবা’ নিয়ে হাজির হবেন রাশমিকা মান্দানা। মূল ভূমিকায় ভিকি কৌশল থাকলেও তার চরিত্রও খুব গুরুত্বপূর্ণ। ‘ছাবা’ হতে যাচ্ছে এ বছরের অন্যতম আলোচিত সিনেমা। একই দিন রাহুল রবীন্দ্রনের পরিচালনায় তেলেগু রোমান্টিক ড্রামা ফিল্ম ‘গার্লফ্রেন্ড’-এ মুখ্য ভূমিকায় থাকবেন রাশমিকা মান্দানা। তার সঙ্গে প্রেম করবেন তেলেগু তারকা ধীক্ষিত শেঠি। ঈদে বড় পর্দা কাঁপাতে আসছে বছরের অন্যতম সেরা আকর্ষণ বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’। বিগ বাজেটের এই ছবি একসঙ্গে ৫০০ সিনেমা হলে মুক্তি পাবে। এতে সালমানের সঙ্গে বড় পর্দা মাতাবেন রাশমিকা মান্দানা। সিকান্দারে শাহরুখ খানের ক্যামিও রয়েছে বলেও গুঞ্জন সিনেপাড়ায়। সালমান-ভিকির পর আরেকটি বলিউডি সিনেমা ‘থামা’য় রাশমিকা প্রেম করতে যাচ্ছেন আনশুমান খুরানার সঙ্গে। আগামী দিওয়ালিতে দর্শক হৃদয় আপ্লুত করবে সিনেমাটি। আর বছরের শেষ দিকের চমক থাকবে সুপারস্টার ধানুশের সঙ্গে তামিল সুপার ড্রামা ‘কুবেরা’য় অভিনয়ের মাধ্যমে। পুষ্পার মতো ধানুশের এই রোমান্টিক ড্রামায় রাশমিকার ভূমিকা থাকবে খুবই গুরুত্বপূর্ণ।