প্রতিমাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১৫% ছাড়িয়েছে: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, 'এই সরকার রাষ্ট্র সংস্কারের কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কাজে অনেকগুলো উন্নয়ন ঘটিয়েছে। বিশেষ করে প্রতিমাসে অর্থনীতি প্রবৃদ্ধি ১৫ শতাংশের ছাড়িয়েছে, যা একটি দেশের জন্য অনেক বড় অর্জন।'
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেক হলের নাম ফ্যাসিস্টদের পরিবারের সদস্যদের নামে। ওই হলের নামগুলো পরিবর্তন করতে হবে।'
অনুষ্ঠানটি কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রশিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসসের বিশেষ সংবাদদাতা ও প্রধান উপদেষ্টার প্রেস উইং এ সংযুক্ত এস. এম রাশিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের আল ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমুল হক জায়িম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।'
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।