বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে অনশন

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
১৮ জানুয়ারী ২০২৫, ২১:৩৮
শেয়ার :
বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে প্রেমিকার বাড়িতে অনশন

অনশনরত শিশির ঢালী। ছবি: আমাদের সময়

বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকার বাড়িতে অনশন করেছেন শিশির ঢালী নামের এক প্রবাসী যুবক। পরে পুলিশ গিয়ে শিশিরকে বুঝিয়ে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার রাহুতপাড়া গ্রামে প্রেমিকার বাড়িতে বিকেল থেকে মাঝরাত পর্যন্ত বিয়ের দাবিতে অনশন করেন শিশির। তার দাবি, দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করে দেওয়ায় বিয়ের দাবিতে অনশন করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের বিবেক ঢালীর ছেলে শিশির ঢালী দীর্ঘ দিন মরিশাস থেকে দেশে ফেরেন। তার সঙ্গে একই উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন বিভিন্ন জায়গায় ঘোরাফেরাও করতেন। ওই নারীর পড়ার খরচসহ সকল ধরনের সহযোগিতা করতেন প্রবাসী শিশির ঢালী। সম্প্রতি শিশিরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তার প্রেমিকা। এ কারণে শিশির শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাহুতপাড়া গ্রামের প্রেমিকার বাড়িতে বিষের বোতল হাতে বিয়ের দাবিতে অনশন করেন। এ ঘটনা জানতে পেরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মানিক সরদার ও পুলিশ গিয়ে প্রেমিক শিশির ঢালীকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন।

এ বিষয়ে ওই নারী প্রবাসী শিশির ঢালীর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, ‘শিশিরকে কখনও বিয়ের কথা বলিনি। শিশিরের সঙ্গে আমাকে বিয়ে দিলে আত্মহত্যা করব।’

প্রেমিক শিশির জানান, ওই নারীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তাকে বিয়ে করতে না পারলে বিষপান করে আত্মহত্যা করবেন।

আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, প্রেমিকার বাড়িতে প্রেমিকের অনশনের ঘটনা শুনে থানার উপপরিদর্শক (এসআই) আল মামুনকে ঘটনাস্থনে পাঠানো হয়েছিল। প্রেমিক শিশির ঢালীকে বুঝিয়ে ওই রাতেই পরিবারের কাছে পাঠানো হয়েছে।