হোস্টেলে মিলল ইডেন কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই ছাত্রীর নাম পুষ্পিতা বিশ্বাস (২১)। তিনি ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের ১ম বর্ষের ছাত্রী ছিলেন। জামালপুরের সদর উপজেলার বসাক পাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে পুষ্পিতা বিশ্বাস।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুষ্পিতা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এসআই বলেন, হোস্টেলটিতে ১৬ জন মিলে থাকতেন। রাতে সবার অগোচরে গলায় ফাঁস দিয়েছেন তিনি। তবে কী কারণে কেন তিনি ফাঁস দিয়েছেন তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেননি।
তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?