‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে মিথ্যা মামলায় জড়িয়েছে পিচ্চি হেলাল’

নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারী ২০২৫, ১৩:৫৪
শেয়ার :
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে মিথ্যা মামলায় জড়িয়েছে পিচ্চি হেলাল’

রাজধানীর এলিফেন্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মিথ্যা মামলায় ছেলেকে জড়ানো হয়েছে বলে দাবি করেছেন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল হাসান ইমনের মা ডা. সুলতানা জাহান। তার দাবি, এ ঘটনায় তার ছেলে জড়িত নয়। 

ডা. সুলতানা জাহান বলেন, কারাগার থেকে জামিন লাভের পর গত মাসে চিকিৎসার জন্য বিদেশে গেছে ইমন। দুই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় সে কোনোভাবেই জড়িত নয়। যারা হামলায় জড়িত তাদের অতি দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সাবেক প্রধান এই অধ্যাপক।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইমনের আইনজীবী সহকারী মো. লিটন মিয়া। 

ডা. সুলতানা জাহান বলেন, ‘বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীদের রোষাণলে পড়ে ইমন একাধিক মিথ্যা মামলায় অভিযুক্ত হয়। বিনা বিচারে বছরের পর বছর জেল খাটে। গত ৫ আগস্ট শৈরাচারী সরকারের পতনের পর ইমন বিজ্ঞ আদালত থেকে জামিনের পর কারাগার থেকে মুক্তি লাভ করে। মুক্তির পর সে চিকিৎসার জন্য বিদেশে চলে যায়।’

তিনি বলেন, তার ছেলে কারও কাছে যদি চাঁদা চেয়ে থাকে তাহলে এতদিন পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীকে জানানো হয়নি কেন? চাঁদা চাওয়ার যদি কোনো ফোন কল থাকে তাহলে তা কেন তা প্রশাসনের কাছে দেওয়া হয়নি? ইমনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তার বাদী পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের আপন বড় ভাই। 

৫ আগস্টের পর বসিলার জোড়া খুনের ঘটনা পিচ্চি হেলাল নিজের হাতে ঘটিয়েছে দাবি করে এই চিকিৎসক বলেন, ‘এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। ওই মামলার এক নম্বর আসামি পিচ্চি হেলাল। মোহাম্মদপুরের সাবেক ৪৬ নম্বর ওয়ার্ড বর্তমানে ৩১ নম্বর ওয়ার্ড কমিশনার বিএনপি নেতা রাজু হত্যা মামলার ২ নম্বর আসামি পিচ্চি হেলালের ভাই ওয়াহিদুল ইসলাম দিপু।’

ইমনের মা আরও দাবি করেন, এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান মার্কেটের সভাপতি নির্বাচনে শুধুমাত্র একটা ফরম বিক্রি হয়েছে। অন্য কাউকে ফরম কিনতে দেয়নি শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল। তিনি সবাইকে হুমকি দিয়ে সভাপতি পদে ফরম কেনা থেকে বিরত রেখে ওয়াহিদুল ইসলাম দিপুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কেটের সভাপতি পদে বিজয়ী করেন। তার ধারণা, তিনি মার্কেটটি নিজের দখলে রাখতেই হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারেন।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেটে হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন ডা. সুলতানা জাহান।