কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়ে তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি

পঞ্চগড় প্রতিনিধি
১৮ জানুয়ারী ২০২৫, ১১:১২
শেয়ার :
কুয়াশাচ্ছন্ন পঞ্চগড়ে তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রি

বাংলার ৬ ঋতুর হিসেব মতে পৌষ ও মাঘ এই দুই মাস শীত ঋতু বা শীতকাল। প্রবাদ আছে মাঘের শীতে বাঘে কাঁপে। মাঘ মাস শুরু থেকেই শীতপ্রবন পঞ্চগড় জেলার তীব্র শীত জেঁকে বসেছে। তাপমাত্রা ৭ থেকে ১২ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও শীতের তীব্রতা বেড়ে গেছে। 

আজ শনিবার সকাল ৯ টায় পঞ্চগড়ে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। কুয়াশাচ্ছন্ন হয়ে আছে সমগ্র এলাকা। রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। কুয়াশায় ভিজে যাচ্ছে পথ-ঘাট ও ঘরের চালা। হিমালয়ের হিমশীতল বাতাস সরাসরি জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাড় কাঁপানো তীব্র শীত অনুভুত হচ্ছে।

ইতোমধ্যে এক দফা মাঝারি শৈত্যপ্রবাহ এবং কয়েক দফা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে পঞ্চগড় জেলার উপর দিয়ে। মাঘের শুরু থেকে কুয়াশাও বেড়ে গেছে। কোনো কোনো দিন সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি।

গতকাল শুক্রবার সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও ওই দিন সারাদিন সূর্যের মুখ দেখা পাওয়া যায়নি। সারাদিন কুয়াশাচ্ছন্ন সমগ্র জনপদ। এর আগে বৃহস্পতিবার সকাল ৯ টায় পঞ্চগড়ে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সকালে ও রাতে ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে। এই শীতে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষজন বেশি দুর্ভোগে পড়েছেন। এছাড়া শীতজনিত রোগের সংখ্যা বেড়ে গেছে। শীতে শিশু ও বৃদ্ধরা বেশী কষ্ট পাচ্ছেন। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, আজ শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসে আদ্রতা ছিল ৯৭ শতাংশ আর ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ১২ থেকে ১৪ কিলোমিটার।