‘বিশ্ব ইজতেমার সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন’
বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।
তিনি জানান, ইজতেমা উপলক্ষে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির সমাগম হয়ে থাকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। এ বছর সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি আরও জানান, ঢাকা বিভাগীয় কমিশনার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সেহেতু ইজতেমা ময়দানের সর্বশেষ প্রস্তুতি দেখতে আসছেন তিনি। ইতিমধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে ইজতেমা আগত মুসল্লিদের পানি, টয়লেট সুবিধা, পয়ঃনিষ্কাশন ও ইলেকট্রিসিটি সরবরাহের জন্য কাজ চলমান রয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে ইজতেমার জন্য ময়দান প্রস্তুত করা হবে।
তিনি বলেন, ইজতেমা ময়দানে সার্বিক পর্যবেক্ষণ করার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, ইজতেমার ময়দানের আশেপাশের রাস্তার উভয় পাশের অবৈধ দোকানপাট অপসারণের জন্য আগামী রবিবার থেকে গাজীপুর সিটি করপোরেশনের এবং গাজীপুর জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।
সাদপন্থীদের ইজতেমা আয়োজনের বিষয়ে প্রশ্ন করা হলে বিভাগীয় কমিশনার বলেন, এই বিষয়টি সরকারের উচ্চ মহল সিদ্ধান্ত নিবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম শফিউল আজম, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান ছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কর্মচারীবৃন্দ।
এর আগে সকালে ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, আগামী ৩১ জানুয়ারি ৫৮তম বিশ্ব ইজতেমা আয়োজন উপলক্ষে ইজতেমা ময়দানের চারিদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা ইজতেমা ময়দানের সামনের রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবহনযোগে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে মুসল্লিরা এবং তাদের নির্ধারিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।