‘আমি আসলে ফেঁসে গেছি’
টলিউডের গুণী পরিচালক সৃজিত মুখার্জি পরিচালিত ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবির ট্রেইলার প্রকাশ পেতেই চলে এসেছে আলোচনায়। তবে নিজের জীবনের ‘চরম সত্যি’টা আসলে কী, তা জানিয়েছেন সৃজিত। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।
আপনার কাছে আলটিমেট ট্রুথ কী?- এমন প্রশ্নের উত্তরে সৃজিত বলেন, ‘আছে তো, ডেথ (মৃত্যু)। ডেথ ইজ দ্য আলটিমেট ট্রুথ (মৃত্যুই চূড়ান্ত সত্য)।
অর্থনীতি নিয়ে পড়াশোনা, দিল্লি, ব্যাাঙ্গালোরে চাকরি, ক্রিকেট ফ্যান, ফিল্মমেকার, চাইলে ফুড ব্লগিংও করতে পারেন। এর মধ্যে কোনটা সত্যি সৃজিত?- এ প্রশ্নের জবাবে গুণী এ পরিচালক বলেন, ‘সত্যি সৃজিত হলো ক্রিকেট ফ্যান।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ওহ! ফিল্মমেকার নয়?- জবাবে সৃজিত বলেন, ‘নট ইভেন ক্লোজ, ক্রিকেট তারপর মিউজিক…।’
কী বলছেন? ফুডলাভার তারও পরে?- এমন প্রশ্নে সৃজিত বলেন, ‘ক্রিকেট-মিউজিক-খাওয়াদাওয়া, ফিল্ম।’ এটা কি সত্যি?- সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সত্যি। আমি ফেঁসে গিয়েছি আসলে। আমার এত বছর ধরে ছবি বানানোর কথা ছিল না। আমি ক্রিকেট জার্নালিস্ট হতে চেয়েছি সারাজীবন। ব্যাঙ্গালোরে থাকাকালীন কালো অ্যাক্টিভা স্কুটার চেপে যখন ইএসপিএন-এর অফিসের পাশ দিয়ে বাড়ি যেতাম, তখন থেকে স্বপ্ন দেখেছি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট