সাইফের ওপর হামলার ঘটনায় নতুন মোড়
বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বিষয়টি জানানো হয়েছে।
দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে বলিউড তারকা সাইফ আলী খান এখন ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই অভিনেতার ওপর হামলার ঘটনায় তদন্ত করতে বিশেষ একটি টিম গঠন করে পুলিশ।
সাইফ আলী খানের বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে দেখা যায়, এক ব্যক্তি রাত ২টা ৩৩ মিনিটে সাইফের বাড়ির সিঁড়ি দিয়ে নামছে। ওই ব্যক্তি আবার তাকাচ্ছে সিসিটিভির দিকেও। সেই ব্যক্তির পরনে ছিল সাদা কলার দেওয়া টি-শার্ট। গলার কাছে ঝুলছে গামছা বা তোয়ালেজাতীয় কিছু এবং পরনে ছিল জিন্স। কাঁধে ছিল ব্যাগও।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরেই তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অনুমান করেছিল, ঘটনার পর সকালে লোকাল ট্রেন ধরে ভাসাই ভিরারের দিকে রওনা দেয় ওই ব্যক্তি। ভাসাই, নালাসোপারা ও ভিরার এলাকা জুড়ে তল্লাশি চালানো শুরু করে দেয় মুম্বাই পুলিশের দল। অবশেষে সিসিটিভিতে দেখা যাওয়া লোকটিকে আটক করতে সক্ষম হয়েছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
শুক্রবার সকালে মুম্বাই পুলিশ জানিয়েছে যে তারা সাইফের পিঠ থেকে বের করা ছুরির অংশটি হাতে পেয়েছে। ওই ছুরির বাদবাকিটা কোথায়, তা খোঁজা হচ্ছে এবং সেটি উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে বান্দ্রার বাড়িতে ঘুমাচ্ছিলেন সাইফ আলী খানসহ পরিবারের সবাই। এ সময় এক বা একাধিক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে অভিনেতার।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’