কালশিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পল্লবী থানাধীন মিরপুর কালশীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে চালক।
নিহত ব্যক্তির নাম মো. সিয়াম মৃধা (১৫)। তিনি একজন গার্মেন্টস কর্মী। আর আহত মোটরসাইকেল চালকের নাম মো. নয়ন (১৮)।
মৃতের দুলাভাই মোহাম্মদ রিয়াজের বরাতে জানা যায়, তার শ্যালক সিয়াম গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটার দিকে পল্লবী থানাধীন মিরপুর কালশি ফ্লাইওভারের নিচে মো. নয়ন নামে তার এক বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসা ছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিল নয়ন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
সে সময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় সিয়াম মৃধাকে রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এদিকে মোটরসাইকেল চালক আহত নয়নকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইন চার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে. বিষয়টি সংশ্লিষ্ট পল্লবী থানায় অবগত করা হয়েছে।’
মৃত সিয়ামের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। তার বাবার নাম মোঃ আবু বক্কার। বর্তমানে সে মিরপুর ইষ্টান হাউজিং এলাকায় পরিবারের সঙ্গে থাকত।