খালেদের জয়ের আনন্দ মিলিয়ে গেল মায়ের মৃত্যুতে
খুলনা টাইগার্সের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছিল চিটাগং কিংস। চলতি আসরেই খুলনার বিপক্ষে প্রথম ম্যাচে হারা চিটাগং কালকে নিশ্চিত করল টানা চতুর্থ জয়। দলের দারুণ এই কীর্তির দিনে সফল ছিলেন পেসার খালেদ আহমেদও। তবে ম্যাচ শেষ হতেই তার সেই আনন্দ মিলিয়ে গেল।
চট্টগ্রামে কালকে ম্যাচ শেষ হওয়ার পরই খালেদ জানতে পারেন তার মা আর নেই। গতকাল ম্যাচে ২ উইকেট পাওয়া এই পেসারের মায়ের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে চিটাগং কিংস।
চিটাগং কিংসের ফেসবুক পেজে খালেদের মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্তরে কবুল করুন।’
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
জাতীয় দলে খেলা ক্রিকেটার খালেদের বাড়ি সিলেটে। বিপিএল এতদিন চলেছে সেখানেই। তবে গতকাল থেকেই শুরু হয়েছে চট্টগ্রাম পর্ব। এখানে এসেই মায়ের মৃত্যুর খবর শুনলেন এই পেসার। খালেদের মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করেছে বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সও।
২০১৮ সালে জাতীয় দলে অভিষেক হয় খালেদের। দেশের হয়ে এখনো পর্যন্ত ১৫টি টেস্টের পাশাপাশি ২টি ওয়ানডে খেলেছেন তিনি। চলতি বিপিএলে চিটাগংয়ের ৫ ম্যাচের সবকয়টিতে খেলে ৭ উইকেট নিয়েছেন তিনি।
---খালেদ আহমেদ। ছবি: সংগৃহীত