সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবার, ছেলেসহ আহত ৪

ঢামেক প্রতিবেদক
১৭ জানুয়ারী ২০২৫, ১১:১৮
শেয়ার :
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবার, ছেলেসহ আহত ৪

অসুস্থ ছেলেকে ডাক্তার দেখাতে এসে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বাবা।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেইট এলাকায় অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে এ দুর্ঘটনাটি ঘটে। 

সিএনজি অটোরিকশায় ছিলেন অসুস্থ ছেলে সাকির আলী (১৬), তার বাবা আদম আলী (৩৫), মেয়ের জামাই শাখাওয়াত হোসেন (৩৫) ভাতিজা নবী হোসেন (৫০) ও গাড়ির চালক। 

আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত বাবা আদম আলী (৫৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ভোর সাড়ে ৪ টায় মারা যান। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। 

অটোরিকশায় থাকা অপর আহতদের মধ্যে দু'জন পঙ্গু হাসপাতালে ও একজন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া সিএনজির চালককেও হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।  

নিহতের ভাতিজা মাসুম এসব তথ্য জানিয়ে বলেন, ‘তাদের নিহতের পরিবারের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুক্তা রামপুর। নিহত আদম আলী পেশায় কাপড় ব্যাবসায়ী। তার বাবার নাম ওয়ারেজ আলী।’

তিনি বলেন, ‘নিহতের ছেলে বেশ কিছু দিন যাবত অসুস্থ থাকায় তাকে ভাল ডাক্তার দেখাতে ঢাকার মিরপুর এক নম্বর সেকশনের এক আত্বীয়ের বাসায় ওঠেন তারা। সেখান থেকে ধানমন্ডি পপুলারে ডাক্তার দেখান। সেখানে কিছু পরীক্ষা করানো পর আরেকটি পরীক্ষা করাতে হবে ইবনেসিনায়। তাই পপুলার থেকে সিএনজি অটোরিকশা করে তারা ইবনে সিনা হাসপাতালের দিকে যাওয়ার পথে আসাদগেট এলাকায় পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাদের সিএনজি অটোরিকশাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তাদের সিএনজি ছিটকে উল্টো পড়ে যায়। সিএনজিতে থাকা চার যাত্রী ও চালক সহ পাঁচ জনই আহত হন। পরে তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।’