৮৩ বছর বয়সে টিকটক একাউন্ট খুললেন বব ডিলান
৮৩ বছর বয়সী কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী বব ডিলান টিকটকে অ্যাকাউন্ট খুলেছেন। গত মঙ্গলবার টিকটকে প্রথম ভিডিও পোস্ট করেছেন এই সংগীত তারকা।
বিলবোর্ডের প্রতিবেদনে বলা হয়, ৫০ সেকেন্ডের ভিডিওতে ‘লাইক আ রোলিং স্টোন’, ‘হারিকেন’-এর মতো জনপ্রইয় গান দুটি ব্যবহার করেছেন তিনি। সেই সঙ্গে ভিডিওতে পুরোনো ছবি ও অ্যালবামের কভার জুড়েও দিয়েছেন তিনি।
এদিকে বব ডিলানকে টিকটকে স্বাগত জানিয়েছেন তার ভক্তও অনুসারীরা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রথম ভিডিও প্রকাশের এক দিনের ব্যবধানে টিকটকে বব ডিলানের এ পর্যন্ত ২৫ হাজারের বেশি ফলোয়ার হয়ে গেছে।
উল্লেখ্য, ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিক্টক। এর পাঁচ দিন আগে অ্যাকাউন্ট খুলেছেন বব ডিলান।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
যুক্তরাষ্ট্রে এই অ্যাপটি নিষিদ্ধ হওয়ার কারণে বাধ্য হয়ে টিকটকের বদলে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা আরেকটি চীনা অ্যাপ রেড নোটের প্রতি ঝুঁকে পড়ছেন। তাই অনেকে বব ডিলানকেও রেড নোটে অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছেন।