পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে ১২ ডিগ্রিতে, শীতের তীব্রতা কমেনি

পঞ্চগড় প্রতিনিধি
১৭ জানুয়ারী ২০২৫, ১০:০১
শেয়ার :
পঞ্চগড়ে তাপমাত্রা বেড়ে  ১২ ডিগ্রিতে, শীতের তীব্রতা কমেনি

পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রার পারদ ৮ থেকে বেড়ে ১২ ডিগ্রিতে উঠে এসেছে। তবে, তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি। কুয়াশাচ্ছন্ন হয়ে আছে সমগ্র এলাকা। 

গত তিনদিন জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। তবে শুক্রবার শৈতপ্রবাহ কেটে গেছে। শৈতপ্রবাহ না থাকলেও জেলার উপর দিয়ে উত্তরের হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় ঢাকা রয়েছে সমগ্র এলাকা। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়ে যায়। এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ে সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত টানা ৩ দিন পঞ্চগড়ে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে শুক্রবার হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় সকাল ৯ টায় পঞ্চগড়ে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় । এতে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহ কেটে গেছে।