কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় নারীসহ তিন আসামির জবানবন্দি

কক্সবাজার প্রতিনিধি
১৭ জানুয়ারী ২০২৫, ০৯:২৯
শেয়ার :
কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় নারীসহ তিন আসামির জবানবন্দি

চাচার হত্যার প্রতিশোধ নিতে খুলনার কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে নিজে শুট করে হত্যার কথা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শুটার কিলার পাপ্পু। বাকি দুজনও খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

কক্সবাজারে খুন হওয়া খুলনার কাউন্সিলর গোলাম রাব্বানী টিপু হত্যার সঙ্গে জড়িত নারীসহ ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

এ সময় তারা কি কারনে ও কিভাবে টিপুকে হত্যা করা হয় তার বিস্তারিত জবানবন্দিতে জানিয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার পার প্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ৩ জনকে বুধবার সন্ধ্যায় কক্সবাজার আদালতে উপস্থাপন করা হলে ৩ জনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ঋতু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হামীমুন তানজিনের আদালতে, শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আখতার জাবেদের আদালতে এবং গোলাম রসুল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফের আদালতে এই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। গত বুধবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া জবানবন্দি রাত ১১টা পর্যন্ত গ্রহণ করা হয়।

১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন তারা।

আদালত সূত্রে জানা গেছে, কিলার পাপ্পু নির্দ্বিধায় নিজেকে শুটার উল্লেখ করে গুলি করে হত্যার কথা অকপটে স্বীকার করেন আদালতে। আজ পর্যন্ত এভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি কোনো অপরাধই দেয়নি বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

প্রসঙ্গত, খুলনার কেসিসি’র সাবেক কাউন্সিলর চাঞ্চল্যকর গোলাম রব্বানী টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামিকে ঘটনার পাঁচদিন পর সিলেটের মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ জানিয়েছেন, গত সোমবার মধ্যরাতে মৌলভীবাজার থেকে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর সঙ্গে কক্সবাজার ঘুরতে আসা আলোচিত সেই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করা হয়েছে।

এদিকে গত বুধবার তাদের কক্সবাজারে আনার পর তারা আদালতে হাজির হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এ ঘটনায় এর আগে খুলনার এক সাবেক কাউন্সিলর ও কক্সবাজারের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে খুলনার কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন গোলাম রব্বানী টিপুসহ ৩ জন। হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে ওই নারীসহ নিহত কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এরপর রাত ৮টা ৩০ মিনিটের দিকে কক্সবাজার সমুদ্রসৈকত-সংলগ্ন হোটেল সি-গালের সামনের ফুটপাতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন খুলনা সিটি কর্পোরেশনের ( কেসিসি ) সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপু।