৯ বছর পর ঘরে ফিরে দেখলেন আড়ার সঙ্গে ঝুলছে স্ত্রীর মরদেহ
ইরাকে ৯ বছর প্রবাস জীবন কাটিয়ে বাড়িতে ফেরেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ব তেনাপচা গ্রামের আলামিন। বাড়িতে ফিরে দেখেন নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে স্ত্রী পপির (৩০) মরদেহ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের প্রবাসী আলামিনের ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে পপি নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার জন্য তিনি গায়ের কাপড় দিয়ে ফাঁস তৈরি করেন।
পপির স্বামী আলামিন দীর্ঘ ৯ বছর পরে বিদেশ থেকে বাড়িতে এসে নিজ ঘরে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। তারা ঘরের আড়া থেকে মরদেহ নিচে নামান। পরে পুলিশে খবর দিলে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠান।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।