অগ্রণী ব্যাংকের জিএম হলেন জাহানারা বেগম

নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারী ২০২৫, ২০:৩৪
শেয়ার :
অগ্রণী ব্যাংকের জিএম হলেন জাহানারা বেগম

অগ্রণী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন জাহানারা বেগম। গত ৯ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এই পদোন্নতি লাভ করেন।

আজ বৃহস্পতিবার ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখায় যোগ দিয়েছেন জাহানারা বেগম। এর আগে তিনি তেজগাঁও কর্পোরেট শাখায় উপমহাব্যবস্থাপক ও শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

জাহানারা বেগম ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। তার দীর্ঘ ও বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে তিনি প্রধান কার্যালয়ের ক্রেডিট পলিসি অ্যান্ড ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, সেন্ট্রাল একাউন্টস ডিভিশন, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন কারেন্সি ম্যানেজমেন্ট ডিভিশন, ঢাকা সার্কেল-২, কর্পোরেট শাখা প্রধান, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং ব্রাঞ্চ ব্যাংকিংয়ের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

জাহানারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে স্নাতক এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ব্যাংকিং প্রশিক্ষণ বিষয়ে দেশে, বিদেশে বিভিন্ন কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেন।

জাহানারা বেগম ১৯৭১ সালের ২২ আগষ্ট জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামে।