ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন ৩ ম্যাজিস্ট্রেট, লক্ষ্য করে গুলি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
১৬ জানুয়ারী ২০২৫, ২০:০৪
শেয়ার :
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন ৩ ম্যাজিস্ট্রেট, লক্ষ্য করে গুলি

নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থাকা তিন ম্যাজিস্ট্রেট ও তাদের সঙ্গীয় ফোর্স ওই এলাকা থেকে ফিরে যান।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) শফিকুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। এ ঘটনায় নদীর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তিন ম্যাজিস্ট্রেট ও তাদের সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে চলে আসেন।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান মেঘনা নদীতে অবৈধভাবে দুটি স্থানে বালু উত্তোলন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার তিনিসহ উপজেলা ভূমি কর্মকর্তা ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নবীনগগর উপজেলায় বালু ইজারা নিয়ে পাশের রায়পুরা উপজেলার চরমধূয়া ইউনিয়নের সীমানায় বালু উত্তোলন করায় একটি ড্রেজার জব্দ করা হয় এবং দুই জনকে আটক করা হয়। এতে ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

পরে অপর একটি অবৈধ বালু মহলে স্পিডবোট নিয়ে যাওয়ার পথে অপর প্রান্ত থেকে ভ্রাম্যমাণ আদালত লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে। পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় ভ্রাম্যমাণ আদালত আপাতত স্থগিত করে ফিরে যান তারা।

ইউএনও বলেন, ভ্রাম্যমাণ আদালতের ওপর যারা গুলি ছুড়েছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। দ্রুতই তাদের নামে মামলা করা হবে।