পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতু সংলগ্ন পদ্মা নদীর মাঝিরঘাট এলাকা থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত নারীর বয়স আনুমানিক ৫০ বছর।
আজ বৃহস্পতিবার দুপুরে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও মাঝিরঘাট নৌপুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাঝিরঘাটের পশ্চিম প্রান্ত থেকে একটু সামনে পদ্মা নদীতে স্থানীয়রা মরদেহ ভেসে থাকতে দেখেন। বিষয়টি মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়িকে জানালে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ি প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠান। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী মরদেহ পচে শরীরের চামড়া উঠে গেলেও মাথার চুল ছিল। তার গায়ে সাদা পায়জামা, সাদাকালো স্টেপ গেঞ্জি ও লাল রঙের ফুল হাতা সোয়েটার ছিল।
মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক সাইফুল আলম বলেন, ‘আমরা (বৃহস্পতিবার) দুপুরে খবর পাই মাঝিরঘাট এলাকায় পদ্মানদীতে একজন অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পদ্মাসেতু দক্ষিণ থানায় একটি অপমৃত্যুর মামলা করে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’