যাত্রাবাড়ীতে কাভার্ট ভ্যানের চাপায় বাস হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারী ২০২৫, ১৪:৩২
শেয়ার :
যাত্রাবাড়ীতে কাভার্ট ভ্যানের চাপায় বাস হেলপার নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় কাভার্ট ভ্যানের চাপায় গ্রীন লাইন পরিবহন বাসের হেলপার নিহত হয়েছেন। 

গতকাল বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে। 

নিহতের নাম সুজন সরকার (৩০)। সুজন সরকার গ্রীন লাইন পরিবহনের বাস হেলপার। তার বাবার নাম গোপাল চন্দ্র সরকার।

সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমরান হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে যতুটুকু জানতে পেরেছি, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস সনিরআখড়া ও মাতুয়াইলের মাঝামাঝি এলাকায় কিছুটা জ্যামে পড়ে। সে সময়ে পাশ দিয়ে আসা একটি কাভার্টভ্যান গ্রীনলাইন বাসের লুকিং গ্লাস ভেঙ্গে ফেলে। এতে ঐ বাসের হেলপার সুজন সরকার কাভার্টভ্যানটির চালকের কাছে যায় এবং এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এরই মধ্যে জ্যাম ছেড়ে গেলে কাভার্টভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময়ে ওই হেলপার চাপা পড়েন। পরে লোকজন কাভার্টভ্যানটিকে আটক করে গাড়ির কাগজপত্র রেখে ছেড়ে দেয়। 

সহকর্মী রাসেল আহত হেলপার সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান । সেখানে রাত ৩ টা ১০ মিনিটের সময়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, ঘাতক কাভার্টভ্যানটি জব্দসহ চালককে আটক করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।