পথ শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
১৬ জানুয়ারী ২০২৫, ১৩:০০
শেয়ার :
পথ শিশু ধর্ষণের শিকার, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

রাজধানীর রমনা থানাধীন শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে ১০ বছর বয়সী এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় অভিযুক্ত রায়হান (১৯) কে আটক করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, ‘গতকাল বুধবার রাতে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে একটি কুঁড়েঘরে শিশুটিকে ধর্ষণ করা হয়। তার চিৎকারে পথচারী লোকজন এগিয়ে এসে ওই ছেলেকে আটকে রাখেন। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি বলেন, ‘অভিযুক্ত রায়হানকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শিশুটি ভাসমান প্রকৃতির। সে তার নানির সঙ্গে শাহবাগ এলাকায় থাকে। রাস্তায় ঘুরে ঘুরে ফুলের মালা বিক্রি করে। আটক রায়হানও ভাসমান প্রকৃতির যুবক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’