রাষ্ট্রীয় সম্মানে শায়িত হলেন আজাদ আলী বীর প্রতীক

অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৫, ১২:৩১
শেয়ার :
রাষ্ট্রীয় সম্মানে শায়িত হলেন আজাদ আলী বীর প্রতীক

১৯৭১-এর বীর সেনানী আজাদ আলী বীর প্রতীকের দাফন সম্পন্ন হয়েছে । বুধবার বাদ আসর ঢাকার বনানী ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাজের জানাজা শেষ বনানী সামরিক কবর তাঁকে দাফন করা হয়। 

১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের এই বীর যোদ্ধাকে রাষ্ট্রের তরফের গার্ড় অব অনার প্রদশর্ন করা হয়। 

আজাদ আলী বীর প্রতীক গত সোমবার রাতে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর সন্তানেরা দেশের বাইরে থাকায় মরহুমের মরদেহ সিএমএইচের মরচুয়ারিতে রাখা হয়। 

গতকাল বুধবার সকালে বীর প্রতীক আজাদ আলীর মরহেদ নিয়ে যাওয়া হয় তাঁর জন্ম ও বেড়ে উঠার সেই নিজ গ্রাম রাজশাহীর অদূরে বাঘা উপজেলায় আড়ানীতে। সকালে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার যোগে মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়িতে নিয়ে গেলে দুর দুরান্তের মানুষ ছুটে আসেন ১৯৭১ এর অকুতোভয়ী এই বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানাতে।

আজাদ আলী বীর প্রতীককে সম্মাননা জানাতে তাঁর নিজ এলাকা আড়ানী ডিগ্রি কলেজ মাঠে প্যান্ডেল করে তাঁর মরদেহ রাখা হয়। সেখানেই তাঁর স্বজন প্রিয়জন ও এলাকাবাসীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় মরহুমের প্রথম নামাজের জানাজা। এতে অংশ নেন প্রায় হাজারো মানুষ। আড়ানীতে বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী বীর প্রতীককে স্থানীয় প্রশাসন রাষ্ট্রীয় সম্মননা গার্ড অব অনার প্রদর্শন করে। 

পরে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে তাঁকে আবারও ঢাকায় ফিরিয়ে আনা হয়। বাদ আসর ঢাকার বনানী ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রদান করা হয় গ্রার্ড অব অনারের রাষ্টীয় সম্মননা। এরপর বনানী সামরিক কবরস্থানে শায়িত হন দেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক অদম্য সাহসী বীর সন্তান আজাদ আলী বীর প্রতীক।