রাজধানীতে বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারী ২০২৫, ১৮:৩৩
শেয়ার :
রাজধানীতে বাসা থেকে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের ভাড়া বাসা থেকে হাবিব উল্লাহ (৩৪) নামের আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  আজ বুধবার দুপুরে কলাবাগান থানার কাঁঠালবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের ১১/৩ নম্বর বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।   

হাবিব উল্লাহ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসুরচর পুর্বপাড়া গ্রামের আবুল কালাম আজাদ ওরফে কাশেম আমিনের ছেলে।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, যে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তাতে একাই থাকতেন হাবিব উল্লাহ। পাশের আরেকটি কক্ষে আরেকজন আইনজীবী থাকেন। হাবিব তার সহকারী (জুনিয়র) হিসাবে কাজ করতেন।

রফিকুল ইসলাম বলেন, ‘রুমটি দরজা জানালা সব বন্ধ ছিল। তাদের সহকর্মীরা এসে দেখতে পেয়ে আমাদের সংবাদ দেন। পরে আমরা তার আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, হাবিব আত্মহত্যা করেছেন। এ ছাড়া অন্য কোনো কারণ রয়েছে কি না তা তদন্তের পর ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।