জয়ার ৭ ছবি, সন্দেহের ছায়া!

বিনোদন প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২৫, ১৩:৫৩
শেয়ার :
জয়ার ৭ ছবি, সন্দেহের ছায়া!

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দর্শক-ভক্তমহলে তার গ্রহণযোগ্যতাও বেশ। আর তাই তো অভিনেত্রীর কাজ বা ব্যক্তিজীবন নিয়ে বরাবরই আগ্রহী তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। যার প্রমাণ মেলে জয়ার কাজ কিংবা ফেসবুকে। আর অভিনেত্রী নিজেও তার ভক্ত-অনুরাগীদের নতুন আর ভিন্ন কিছু উপহার দিতে মরিয়া হয়ে থাকেন।

এই তো ক’দিন আগেই জয়া আহসান দর্শকদের সামনে হাজির হয়েছেন ডাইনি রূপে। নুহাশ হুমায়ূনের ওয়েব সিরিজ ‘২ষ’র ‘বেসুরা’য় প্রথমবারের মতো ডাইনির চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি।

এবার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নজর কাড়লেন নতুন ৭টি ছবি দিয়ে। নীলরঙা ফেসবুকে জয়া ব্যাক লেস বা পিঠখোলা গাউন যেন সবার দৃষ্টি কেড়েছে। ছবিগুলো প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যেই রিঅ্যাকশন পড়েছে প্রায় ৬ হাজার। আর মন্তব্যের ঘরও পূর্ণ হচ্ছে নানা কথায়। ছবির ক্যাপশনে জয় লিখেছেন, ‘সন্দেহের ছায়া’।

ভারী কোনো গহনায় নয়, না অতিরিক্ত মেকআপে; খুব সাদামাটা লুকে ছবিগুলোতে ধরা দিয়েছেন জয়া আহসান। তবে তার এমন মোহনীয় লুক ভক্তদের মন জয় করে নিয়েছে খুব সহজেই। সে কারণেই ইতিবাচক কথায় ভরে যাচ্ছে মন্তব্যের ঘর।