মা ও বোনের বিরুদ্ধে নির্মাতার গুরুতর অভিযোগ

বিনোদন প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৬
শেয়ার :
মা ও বোনের বিরুদ্ধে নির্মাতার গুরুতর অভিযোগ

নাট্যনির্মাতা হিসেবে শোবিজে পথচলা শুরু করেন মিনহাজ। নির্মাণ করেছেন নাটক, মিউজিক ভিডিও ও বিজ্ঞাপন। ২০১৮ সালে জার্মান চলে যান সিনেমা নির্মাণের ওপর মাস্টার্স পড়তে। দেশে ফিরেই বিয়ে করেন তিনি।

এই নির্মাতা সম্প্রতি অর্থ আত্মসাৎ ও চুরির অভিযোগ এনে মামলা করেছেন নিজের বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে। এর আগে, মানসিক নির্যাতনের অভিযোগ এনে বোন ও মায়ের বিরুদ্ধে ফেনী থানায় সাধারণ ডায়েরি করেছেন মিনহাজ।

মিনহাজের অভিযোগ, করোনার সময় জার্মানি থেকে বাংলাদেশে আসেন তিনি। মিনহাজের মা এবং বোন তার জার্মানির সব ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন নাম্বার মিনহাজের থেকে নিয়ে যায়। যা তিনি ফেরত পাননি।

গেল বছর ৩০ আগস্ট পারিবারিকভাবে তাহামিদার সঙ্গে আকদ হয় পরিচালক মিনহাজের। একই বছরের ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ঘরে তোলেন তিনি।

অভিযোগ করা হয়, বিয়ের পর যৌতুকের দাবিতে তাহামিদাকে মানসিক নির্যাতন শুরু করেন মিনহাজের মা নাসিমা আক্তার ও বোন আফিয়া আঞ্জুম মালিহা। আর তার স্ত্রী তাহামিদাও মিনহাজের মা ও বোনের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেছেন।

এ প্রসঙ্গে মিনহাজ বলেন, ‘আজ কিংবা কাল মা তার ভুল বুঝতে পারবেন। তাই মায়ের বিরুদ্ধে কোনো আইনি লড়াইয়ে যাইনি। তবে আমি এই পারিবারিক নির্যাতনের প্রতিকার চাই।’

এদিকে মিনহাজের মা ও বোনের জামাইয়ের বিরুদ্ধে নানা দুর্নীতির জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি অভিযোগ জমা পড়েছে বলে জানা গেছে।

অন্যদিকে একমাত্র ছেলে মিনহাজের বিরুদ্ধে তার মা নাসিমা আক্তার চাঁদাবাজি, স্বর্ণালংকার লুটপাট ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।