ক্যালিফোর্নিয়ার দাবানলে ঘরবাড়ি হারালেন যে তারকারা

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারী ২০২৫, ১২:২৪
শেয়ার :
ক্যালিফোর্নিয়ার দাবানলে ঘরবাড়ি হারালেন যে তারকারা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন প্রায় ২ লাখ মানুষ। হলিউডের কাছে হওয়ায় এখানে অনেক বিশ্বখ্যাত তারকাদের বাড়ি ছিল। আগুনে ধ্বংস হয়ে গেছে তাদের বাড়িও।

মেল গিবসন: 

হলিউড তারকা মেল গিবসন জানিয়েছেন হলিউডে অবস্থিত তার দীর্ঘদিনে বাসা পুড়ে গেছে। জো রিগানের পডকাস্টে কথা বলার সময় তিনি এই খবর জানতে পারেন। খবর পাওয়ার পর ব্রেইভহার্ট ও ম্যাড ম্যাক্স তারকা নিউজন্যাশনকে বলেন, 'দীর্ঘদিন ধরে সেখানে ছিলাম আমি, সেখানেই আমার সব জিনিসপত্র। এই ''জিনিসপত্রের বোঝা'' থেকে মুক্তি পেলাম আমি। কারণ এখন সবই ছাই হয়ে গেছে।'


স্যার অ্যান্থনি হপকিন্স:

সাইলেন্স অব দ্য ল্যাম্বস ও দ্য ফাদার—দুটি চলচ্চিত্রের জন্য অস্কার জেতা এই কিংবদন্তি অভিনেতারও দুটি বাড়ি পুড়েছে এই দাবানলে।  তিনি বলেন, ‘(দাবানলের ধ্বংসযজ্ঞের পর) আমাদের সঙ্গে শুধু নিজেদের ভালোবাসাটুকুই রয়ে যাবে।’ 

জেফ ব্রিজেস:

ক্রেজি হার্ট’ ছবির জন্য অস্কার জেতা, দ্য বিগ লেবস্কি এবং আইরন ম্যানের মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা এই বর্ষীয়ান অভিনেতাও দাবানলে মালিবুতে অবস্থিত তার বাড়ি হারিয়েছেন।

প্যারিস হিলটন:

৪৩ বছর বয়সী মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব, মডেল ও ব্যবসায়ী হিলটন এই দাবানলে মালিবু সৈকতের পাশে অবস্থিত তার বাড়ি হারিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, টিভিতে সরাসরি এই ধ্বংসযজ্ঞ দেখেছেন তিনি। 'এটা কত হৃদয়বিদারক তা সত্যিই ভাষায় প্রকাশ করা যাবে না,' বলেন হিলটন।


এ ছাড়াও টপ গান মেইভরিক তারকা মাইলস টেলার, টিভি শো 'শিটস ক্রিক' তারকা ইউজিন লেভি, 'দিস ইজ আস' তারকা ম্যান্ডি মুর ও মিলো ভেন্টিমিলিয়া, অভিনেতা অ্যাডাম ব্রডিও দাবানলে বাড়ি হারিয়েছেন।