বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার এলে
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, কৌশলগত কারণে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে। কোনো ধরনের বিদ্বেষ কারও স্বার্থের জন্য ভালো হবে না। যদি দুই দেশের সম্পর্ক নিয়ে বলতে হয়, সম্পর্কের কথা আমরা তখনই বলতি পারি, যখন একটি নির্বাচিত সরকার থাকবে।
গতকাল সোমবার ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এসব কথা বলেন। তিনি আরও বলেন, দুই দেশের সেনাবাহিনী পর্যায়ে সম্পর্ক ভালো ও একদম ঠিক আছে।
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের বিষয়টি উল্লেখ করে ভারতের সেনাপ্রধান বলেন, যখন পরিবর্তনটা হলো, তখন থেকেই বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
উপেন্দ্র দ্বিবেদী বলেন, দুই বাহিনীর মধ্যে সহযোগিতা আগের মতোই চলছে। আমাদের অফিসাররা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন। ওই পক্ষ থেকেও কোনো সমস্যা নেই। তবে বর্তমান পরিস্থিতির কারণে শুধু যৌথ মহড়া সাময়িকভাবে স্থগিত আছে। পরিস্থিতির উন্নতি হলে সেই মহড়াও অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস