সংগীতে পথচলার এক দশক

বিনোদন সময় প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২৫, ০০:০০
শেয়ার :
সংগীতে পথচলার এক দশক

কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। সংগীতে তার অভিষেক এক দশক আগে। প্রথম গান ‘শুধু তোমার জন্য’ দিয়েই করেন বাজিমাত। আজ থেকে ঠিক এক দশক আগে ‘সিনেআর্ট’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। প্রিন্স রুবেলের লেখা ও সুরে গানটির মিউজিক করেছিলেন তরিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেন শুভব্রত সরকার। সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ। মডেল হন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও মডেল অভিনেত্রী শেহতাজ। গানটি এখন পর্যন্ত ১ কোটি ২৮ লাখেরও বেশি ভিউয়ার উপভোগ করেছেন ইউটিউবে। তার কণ্ঠে প্রকাশিত প্রতিটি মৌলিক গানই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ধ্রুব গুহর মৌলিক গানগুলো হলো ‘শুধু তোমার জন্য’, ‘আদরে রাখিও বন্ধু’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’, ‘দাগা’ ও ‘তোমার উঁকিঝুঁকি’। ধ্রুবর কণ্ঠের ‘আদরে রাখিও বন্ধু’ গানটি এখন পর্যন্ত ৬ কোটিরও বেশি ভিউয়ার উপভোগ করেছেন। ‘যে পাখি ঘর বোঝে না’ ৮ কোটির বেশি ভিউয়ার উপভোগ করেছেন।

এদিকে ধ্রুব গুহর আজ জন্মদিন। চলতি বছরে নতুন মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। গানে গানে এক দশক, জন্মদিন এবং অন্যান্য প্রসঙ্গে ধ্রুব গ্রহ বলেন, ‘এভাবে কিন্তু ভাবিনি আমি, সত্যিই হিসাব কষতে গিয়ে দেখি, গানের ভুুবনে আমার পথচলার এক দশক হয়ে গেল। আমার প্রথম গান এবং শুরু থেকে শেষ গান পর্যন্ত যারা নানাভাবে সম্পৃক্ত ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সৃষ্টিকর্তার অসীম কৃপায় সুস্থ আছি, ভালো আছি। সবচেয়ে বড় কথা, মাথার ওপর আমার আশীর্বাদ হয়ে আমার বাবা-মা আছেন। আর জন্মদিন নিয়ে বিশেষ কিছুই করছি না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হোক, এটাই শুধু চাওয়া। সাধারণ মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরে আসুক। জন্মদিনে সবার দোয়া আর ভালোবাসা চাই।’