রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাওয়াত করে প্রতিবাদ

রাবি প্রতিনিধি
১৩ জানুয়ারী ২০২৫, ২১:৩৫
শেয়ার :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোরআন তিলাওয়াত করে প্রতিবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় মসজিদসহ সাতটি আবাসিক হলে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে গণতিলাওয়াত কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণের মুক্তমঞ্চে রাজশাহী বিশ্ববিদ্যালয় দাওয়া কমিউনিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জানান। এ সময় এক শিক্ষার্থী বলেন, ‘কোরআন পোড়ানোর ঘটনায় আমরা মর্মাহত। কারা এই ঘৃণ্য কাজ করেছে, তা জানা যায়নি। তবে আমরা শান্তিপূর্ণভাবে কোরআনের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবাদ জানিয়েছি এবং ভবিষ্যতেও কোরআনের সম্মান রক্ষায় সোচ্চার থাকব।’

দাওয়া কমিউনিটির সদস্য ও সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র শোয়েবুল হাসান বলেন, ‘এই ঘটনা মুসলমানদের উসকে দেওয়ার পরিকল্পিত চক্রান্ত। আমরা এর শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন। তিনি বলেন, ‘এই ধরনের অপকর্মে আমাদের শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায়। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে চক্রান্ত নস্যাৎ করেছে। এ ধরনের কর্মসূচি ক্যাম্পাসে ইতিবাচকউল্লেখ্য, গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলে ও কেন্দ্রীয় মসজিদে পবিত্র গ্রন্থ আল-কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। গতকাল বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনাটি তদন্ত করতে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বার্তা দেয়।’