শাবনূরের ছবিতে ‘রুচির দুর্ভিক্ষ’ দেখছেন ভক্তরা
বাংলা সিনেমায় খুব কম নায়িকাই আছেন, যারা আবেগে ভাসাতে পেরেছেন দর্শকদের। হাতে গোনা এমন কয়েকজন অভিনেত্রীর মধ্যে একজন শাবনূর। একসময় এই নায়িকার নামেই চলত সিনেমা। অসংখ্য সিনেমা ব্যবসা সফল হয়েছে তার সৌজন্যেই। তাইতো দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে থাকলেও তাকে মনে রেখেছেন ঢাকাই সিনেমার অনুরাগীরা। তবে অনেকের প্রিয় এই নায়িকার বর্তমান ছবি দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভক্তরা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন শাবনূর। সাদা ও সবুজ রঙের সালোয়ার কামিজে ভার্চুয়াল দুনিয়ায় নিজের উপস্থিতি জানান দিয়েছেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকা। ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া।’
তবে ফেসবুকে শাবনূরের এমন উপস্থিতি পছন্দ হয়নি দর্শকদের। ছবির মন্তব্যঘর ঘুরে দেখা গেল তেমনটিই। শাবনূরের ‘পোশাক বাছাই’ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ কেউ আবার নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই নায়িকার মুটিয়ে যাওয়া নিয়েও প্রকাশ করেছেন হতাশা।
মানমিত নামে একজন মন্তব্য করেছেন, ‘দিন দিন মানুষের রুচির উন্নতি হয় জানি। তাহলে তোমার রুচির এতো দুর্ভিক্ষ হচ্ছে কেন বুঝতে পারছি না। ফুল যতই সুন্দর হোক, গাছে থাকলে যতটা সুন্দর লাগে, খোঁপায় ততটা সুন্দর লাগে না, যতই খোঁপার সৌন্দর্য বৃদ্ধি পাক না কেন। তুমি ফুলের মতোই সুন্দর। জানি মুটিয়ে যাওয়ার কারণে তুমি শাড়ি পরো না, এটা মানছি। কিন্তু তুমি কি নিজেকে আয়নায় দেখেছো, আদৌ এই পোশাকটা তোমাকে মানাচ্ছে কি না? এই মুহূর্তে শাড়ির পরে তোমাকে নিচে দেওয়া ছবির পোশাক গুলোতে সবথেকে বেশি সুন্দর লাগছিলো। যদিও দ্বিতীয় ব্যক্তি হয়ে অন্যের পছন্দ অপছন্দের ব্যপারে নাক গলানো অযৌক্তিক। তবুও, যেভাবে সম্পর্কের অধিকারে স্নেহ থেকে নিজের ভাই বোনদের সঠিক উপদেশ দিতে পারি, তেমনি তোমার সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও, তোমার প্রতি ভালোবাসা থেকে দ্বিতীয় ব্যক্তি হয়েও তোমার ব্যক্তি স্বাধীনতার মধ্যে একটু ঢুকে পড়লাম। কিছু মনে নিও না।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরেকজন লিখেছেন, ‘তুমি মনে হয় ভুলে গেছো যে তুমি বাংলার রাণী। কীসব ড্রেস পরো, যা একদম বেমানান লাগে। তোমাকে চাই, প্রেমের তাজমহল, নারীর মন...এসব ছবিতে যে ড্রেসগুলো পরতে সেরকম ড্রেস পরবা। মাঝে মাঝে শাড়ি পরবে, সৌখিনভাবে ক্যামেরার সামনে আসবে। এভাবে আর না......।’
শাবনূরের এই লুককে অনেকেই আবার বলছেন অতিরঞ্জন। মির্জা সোনিয়া নামের একজন লেখেন, ‘আপনাকে খুব সিম্পল লুকেই অসাধারণ লাগে।আপনার চোখই একটা আর্ট।তাই অতিরঞ্জন আপনার জন্য নয়।আপনি ন্যাচরালিই সুন্দর খুব,খুব বেশীই।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
দীর্ঘদিন দূরে থাকলেও সম্প্রতি অভিনয়ে ফিরেছেন শাবনূর। বর্তমানে থাকছেন অস্ট্রেলিয়ায়। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মধ্যদিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় শাবনূরের। দীর্ঘ ৩২ বছরের ক্যারিয়ারে ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। তার সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য- ‘স্বপ্নের ঠিকানা’, ‘প্রেমের তাজমহল’, ‘আমার প্রাণের স্বামী’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘ভালোবাসি তোমাকে’, ‘আনন্দ অশ্রু’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘হৃদয়ের বন্ধন’, ‘মোল্লা বাড়ীর বউ’ ইত্যাদি।